পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত 


সকালের বাংলা প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন / ২৭৯
পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত 

মোঃ আক্তার হোসেন, সিলেট 

প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বই উৎসব পালন করবে। তবে জাতীয় নির্বাচনের কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করবে না। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত অনুষ্ঠান করে এবং বিদ্যালয়গুলোতে বই উৎসব পালন করা হবে।

রেওয়াজ অনুযায়ী রোববার (৩১ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

তার ই ধারাবাহিকতায় আজ ১ জানুয়ারী ২০২৪ রোজ সোমবার সিলেট সদর উপজেলাধীন পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নতুন বই বিতরন করা হয়৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকশানা বেগমের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের বার্তা সংস্থার অনুবাদক ফোরামের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মুহিবুর রহমান, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক, সাংবাদিক মোঃ আক্তার হোসেন  বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির  সভাপতি সৈয়দ সামসুদ্দিন, সহ-সভাপতি ফকর উদ্দিন জাবেদ, রাফিয়া সুলতানা, রুজিনা ইয়াসমিন, রেহেনা বেগম সৈয়দ হদিস উদ্দিন শাহী, সৈয়দ শিহাব উদ্দিন মাহী, মুস্তিকিন আহমদ, সহ এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ৷