মোঃ আক্তার হোসেন, সিলেট
প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বই উৎসব পালন করবে। তবে জাতীয় নির্বাচনের কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করবে না। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত অনুষ্ঠান করে এবং বিদ্যালয়গুলোতে বই উৎসব পালন করা হবে।
রেওয়াজ অনুযায়ী রোববার (৩১ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
তার ই ধারাবাহিকতায় আজ ১ জানুয়ারী ২০২৪ রোজ সোমবার সিলেট সদর উপজেলাধীন পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নতুন বই বিতরন করা হয়৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকশানা বেগমের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের বার্তা সংস্থার অনুবাদক ফোরামের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মুহিবুর রহমান, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক, সাংবাদিক মোঃ আক্তার হোসেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ সামসুদ্দিন, সহ-সভাপতি ফকর উদ্দিন জাবেদ, রাফিয়া সুলতানা, রুজিনা ইয়াসমিন, রেহেনা বেগম সৈয়দ হদিস উদ্দিন শাহী, সৈয়দ শিহাব উদ্দিন মাহী, মুস্তিকিন আহমদ, সহ এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ৷