
নওগাঁ প্রতিনিধি : সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ,স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা ৭ টায় পার্কভিউ রেষ্টুরেন্ট এর হলরুম মুক্তির মোড় নওগাঁয়, “ত্রৈমাসিক পুষ্প কেতন” সাহিত্য পত্রিকার লগো উন্মোচন ও নওগাঁ পুষ্প কেতন সাহিত্য সংঘ নব গঠিত কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাহবুব আলম বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তি কবি সোবহান সেতু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিল্প সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিল্প ও সাহিত্যমনা ব্যক্তি এবং দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান রবিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, নওগাঁ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, সংগীত শিল্পী খাদেমুল ইসলাম ক্যাপটেন প্রমূখ। এসময় সাংবাদিক আব্দুল মান্নান, সাগর, রুবেল হোসেন, মেহেদী হাসান অন্তর ও সজীব হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । আলোচনা শেষে রিফাত হোসেন সবুজ এর সঞ্চালনায় আনন্দ ঘন পরিবশের মধ্যদিয়ে পত্রিকাটির লগো উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে মাহবুব আলম বাবুকে সভাপতি এন আর খোরশেদ রাজুকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।