মোঃ আবুল কাশেম।
গাজীপুরের শ্রীপুরে প্রলয়শিখা সাহিত্য ও ক্রীড়া চক্রের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার বিকেল ৪টায় কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রলয়শিখা সাহিত্য ও ক্রীড়া চক্রের সভাপতি মোঃ লুৎফর রহমান মন্ডল এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ও প্রথম যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফ আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি শ্রীপুর পৌর বিএনপি; বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য; আনোয়ার হোসেন বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য; শাহজাহান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি; আবু তাহের প্রধান, সদস্য সচিব শ্রীপুর পৌর যুবদল; শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী, নজরুল ইসলাম মিলন, আহ্বায়ক শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দল; মাহমুদুল হাসান আলাল, সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি; এবং আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।