প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ২:০৬ পি.এম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও
মারুফ সরকার, রিপোর্টার :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও ও লাগাতার অনশন কর্মসূচি পালন করেছে ২য় ধাপের ফলাফল প্রত্যাশিরা। রবিবার দুপুর বারোটার দিকে মিরপুর ২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন রোমানা ইসলাম,শাকিল, ওমর ফারুকসহ আরো অনেকে। বক্তারা বলেন,আমাদের কিছু দাবি নিয়ে লাগাতার অনশণ কর্মসূচি পালন করছি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেন আমাদের সাথে এমন করছে তা আমাদের বোধগম্য নয়। আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাই। বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে একটাই দাবি তিনি যেন আমাদের দাবি পূরণ হওয়ার ব্যবস্থা করে দেন।
বক্তারা আরো বলেন, আমাদের মূল দাবী, ত্রুটিপূর্ণ ফলাফল পুনঃবিবেচনা করতে হবে। ১ম ও ২য় ধাপের মতো ৩:১/ ৪:১ অনুপাতে নিয়োগ দিতে হবে পদসংখ্যা বৃদ্ধি করতে হবে।তাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.