ঢাকাTuesday , 8 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে বাংলাদেশের আশুলিয়ায় ছুটে এসেছেন ফিলিপাইনের সাইরা খান!

Link Copied!

হেলাল শেখঃ রাজবাড়ী জেলার পাংশা এলাকার সজল খান কর্মের তাগিদে ১০ বছর আগে পাড়ি জমান সুদূর সিঙ্গাপুরে সেখানে পাঁচ বছর পরিশ্রম করেন, সেখানে ফিলিপাইনের যুবতী সাইরা খানের সাথে প্রথম দেখাতেই সজলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক সজলের সততা ও পরিশ্রমে মুগ্ধ হন সাইরা খান, নিজে থেকেই সজলকে ভালোবাসার পর বিয়ের প্রস্তাব দেন, দুইজনই রাজি হয়ে যান।

 

সায়রা ও সজল জানান, তারা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন ঠিক সেইভাবেই তারা পাঁচটি বছর পার করেন সিঙ্গাপুর একসঙ্গে। সায়রা খান আর সজল তখন জীবনের অন্তিম পর্বের পদক্ষেপ নেন যে তারা বিয়ে করবেন।

 

সজলকে দেখে তার বাংলাদেশের উপর ভালোলাগা ভালোবাসা শুরু হয়, এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে। ঠিক করা হয় বিয়ের দিন ক্ষণ ঢাকা জেলার সাভারের আশুলিয়ার শেরআলী মার্কেট এলাকায় সজল খানের ভাই বসবাস করেন, ভাইয়ের বাসায় থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই কথা মতো সোমবার (৭ এপ্রিল ২০২৫ইং) দিবাগত রাতে সজল খান ও সাইরার ভালোবাসার বিয়ে হয় আনুষ্ঠানিক ভাবে। স্থান: আশুলিয়ার পল্লীবিদুৎ কাচ্চি ডাইন।

 

এ সময় উপস্থিত ছিলেন সজল খানের পরিবারের সদস্যবৃন্দসহ আত্মীয়-স্বজন ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ, সবার উপস্থিতিতেই বিয়ে সম্পূর্ণ হয়।

 

এ সময় সাইরা খান জানান বাংলাদেশ দেখতে ফিলিপাইনের মতোই বাংলাদেশের মানুষ খুবই ভালো, নম্র ভদ্র মিশুক। আমি কিছু কিছু বাংলা বলতে পারি এর মধ্যে থেকে সব থেকে বেশি বলতে পারি সজল আমি তোমাকে ভালোবাসি-বাকীটা ইতিহাস।