প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ৪:৪৫ পি.এম
ফাঁদে ফেলে একাধিক প্রতারণা, গ্রেফতার করল কুড়িগ্রাম জেলা পুলিশ

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা চট্টগ্রামে প্রতারনা, এলাকায় পরিচিত বিশ্বচিটার হিসাবে, থাকেন নারায়নগঞ্জে, অবশেষে ৪টি ওয়ারেন্টমুলে কাচপুর থেকে রফিকুলকে গ্রেফতার করল কুড়িগ্রামের পুলিশ। ঢাকা চট্টগ্রামে এনআই এক্ট ও পেনাল কোড ৪২০ ধারার মামলা ৪ টি। বিভিন্ন মানুষের কাছে চাকরীসহ নানাবিধ প্রলোভনে কুড়িগ্রামের ফুলিবাড়িতে তিনি বিশ্বচিটার হিসাবে পরিচিত। পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে তিনি থাকেন কাচপুরে।
পুলিশ জানায়, ওয়ারেন্টের বিশেষ অভিযান পরিচালনা কালে ফুলবাড়ী থানার এসআই তাজ উদ্দিন আহম্মেদ, এএসআই আসাদুজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪ দিনের অভিযান পরিচালনা করে পাহাড়তলী চট্টগ্রামের এনআই এ্যাক্ট ও প্রতারনার মামলা, ভাটারা,ঢাকার এনআই এ্যাক্টের ২টিসহ মোট ৪ টি ওয়ারেন্টেমুলে আসামী মো. রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে ছদ্মবেশ ধারণ করে বিশেষ কৌশলে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলায় সংগঠিত সকল অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ। যেকোন অপরাধ নির্মূলে কাজ করছে পুলিশ সদস্যরা।
--
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.