প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১১:১৯ এ.এম
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদুল হুদার সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যানারে উপস্থিত হয়।
মসজিদুল হুদার সামনে সমাবেশে তৌহীদি জনতার পক্ষে মাহফুজার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাও. আনছার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী শাহাদত বীন সাফী, পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুদুর রহমান, চিলমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মশিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, শিক্ষার্থী মুকুট ও বিথী প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।
শিক্ষার্থী তৌহিদ হোসেন আকাশ বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে- এসব দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। বিশ্বের মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এভাবে হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি। আজ থেকে আর ইসরায়েলি পণ্য কিনবো না।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.