প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৪, ২:০১ পি.এম
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৪ খ্রীঃ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে,
বুধবার (১০ জানুয়ারী) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে, আলোচনাসভা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ। সভাপতিত্ব করেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ- উস-সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক উম্মে তাসলিমা ছবি।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে ও ভালো কাজ করতে উৎসাহিত করতে হবে। নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও চেতনা উদ্বুদ্ধকরণ করতে হবে।
আলোচনা সভা শেষে কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগন সহ কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেদ খান, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ সহ ছাত্রীলীগের নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.