নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের সদরে বন্যাকবলিত মানুষদের উদ্ধারের পাশাপাশি তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা।
লক্ষ্মীপুরে সেনাসদস্যদের বন্যার্তদের ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন যে, বন্যার্তদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে। বন্যাকবলিত প্রতিটি এলাকায় পানিবন্দি মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, মাষ্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন, সার্জেন্ট আলমগীর কবীর এবং অন্যান্য সেনা সদস্যরা।