নিজস্ব প্রতিবেদক:
২৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশে প্রথমবারের মতো উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটির ‘স্টারলিংক’ প্রকল্পের আওতায় আগামী মে মাসের মধ্যেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কারিগরি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে স্পেসএক্সের শীর্ষ কর্মকর্তা লরেন ড্রেয়ার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি জানান, বাংলাদেশের জন্য নির্ধারিত কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।
এর আগে, চলতি এপ্রিল মাসে ঢাকায় পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু করা হয়, যেখানে গড় গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় ১২০ মেগাবিট। এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংকের মাধ্যমে দেশের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যসেবা, কৃষি এবং তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি আরও সহজ হবে।
এছাড়াও, বাংলাদেশ সরকার ও স্পেসএক্সের মধ্যে ভবিষ্যতে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ইন্টারনেট সে
বা বিস্তারের পরিকল্পনা রয়েছে।