1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরবাম:
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ এর অভিযান মোটরযানের গতি নিয়ন্ত্রণ,ফিটনেস বিহীন যান,অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জরিমানা  শার্শায় মোটরসাইকেলের পিছনে প্রাইভেটকারের ধাক্কা দু’যুবক নিহত গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সাংবাদিক মাইনুলকে হত্যার চেষ্টার ঘটনায় মাদক সন্ত্রাসী আদনান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ! ঢাকা—আশুলিয়া এক্সপ্রেসওয়ে নিমার্ণে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৫কোটি মানুষ সুবিধা পাবে! সয়দাবাদে জামায়াতে ইসলামী’র ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ছাতকে অতিরিক্ত ভাড়া আদায় করায় বাস কাউন্টারকে জরিমানা নওগাঁর রাণীনগরে হাজার হাজার পথচারীর গলার কাঁটা সরু রেলগেট, যানজটে ভোগান্তি নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ বিএনপির ধানের শীষে সম্ভাব্য প্রার্থী আনিসুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময়

বিচারের আগে বাংলাদেশে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই : ড. রেজাউল করিম

কাজী নাঈম উদ্দিন, জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন আমরা ব্যর্থ হতে দিতে চাই না। বিগত দিনে রাজপথে যেভাবে ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে; যারা হত্যা করেছে, খুনীদের এ সংস্কৃতি বন্ধ না হওয়া পর্যন্ত, বিগত দিনে যারা রাজনৈতিক পরিচয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মানুষের পকেটের টাকায় নাগরিকদের ওপর গুলি চালিয়েছে, তাদের বিচার হওয়ার আগে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।  আমরা ঈদ উদযাপন করেছি, কিন্তু দেশের অসংখ্য পরিবারে ঈদের আনন্দ ছিল না। বিশেষ করে যারা এ বিপ্লবে শহীদ হয়েছেন। ওই মায়েদের, ওই পরিবারে কিন্তু ঈদের আনন্দ নেই। ঈদের নামাজের পর ছুটে গিয়েছি শহীদ কাউসার হোসেন বিজয়ের বাড়িতে। তার বাবাকে বললাম কী অবস্থা, কেমন আছেন? বললেন, সারারাত তারা কান্নাকাটি করেছেন। এভাবে অসংখ্য পরিবারের ঈদ আনন্দকে ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছে।’

আজ বুধবার (২ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের মাঠর প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই ডাকাতরাই দুর্নীতি করেছে। এ ডাকাতরাই মানুষের ওপর অবিচার করেছে। এই আওয়ামী লীগের ডাকাতরাই সেনা সদস্যদের হত্যা করেছে, আলেম-ওলামাকে বেইজ্জতি করেছে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করেছে। বাংলার এই জমিনে আ.লীগের জুলুমতন্ত্রের বিচার হবেই।’

তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং তাদের উত্তরসূরি যারা জীবন দিয়েছেন; তারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশকে শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তি বানিয়েছে।’

রেজাউল করিম বলেন, ‘যে যুবকরা গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছে, তাদের ঈদের আনন্দ ছিল না। তাদের পরিবারে ঈদের আনন্দ নেই।’

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি এবং রসুলুল্লাহ (স.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী বলেন, জামায়াত নিষিদ্ধের তিন দিনের ব্যবধানে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছেন। শেখ হাসিনার বিচার একদিন বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা মহানগরী উত্তর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সেক্রেটারি ড. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ও সহ-সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ।

পরিচালনা করেন – বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়ন আমীর আবু বকর ছিদ্দিক।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়ন সেক্রেটারি মো. ইউসুফ।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- নোয়াখালী জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা নাজমুল ইসলাম শামীম।

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর জেলার ছাত্রশিবির, বাংলাদেশ জামায়েত ইসলামী লক্ষ্মীপুর জেলার কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews