লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে দলটি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৩ মে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হতে পারেন বেগম জিয়া। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়েদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জোবায়েদা রহমানও।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর লন্ডন ক্লিনিক এবং তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থার উন্নতির কথা শোনা যাচ্ছিলো। দলের একাধিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়াকে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ করছে সরকার।