আনোয়ার হোসেন, যশোর জেলা প্রতিনিধি
ভারত-বাংলাদেশ সীমান্তে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টা ৩০ মিনিটে ভারতের উত্তর ২৪ পরগণার পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ কলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার, যাঁর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী, যাঁর সঙ্গে ছিলেন আরও ৯ জন সদস্য।
বাংলাদেশের প্রতিনিধি দলে আরও ছিলেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান, বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমানসহ দুই দেশের বিভিন্ন স্তরের অধিনায়ক ও কর্মকর্তা।
বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”