প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৩:২৭ পি.এম
বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শাক-সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি/ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শাক-সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে,
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১ হাজার১০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও ৫০০ জনের মাঝে শীতকালীন শাক-সবজি বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এবং স্বাগত বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর ।
অনুষ্ঠান পরিচালনা করেন, বেলকুচি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ শুভ। এসময়ে বেলকুচি উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.