সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), বিশেষ প্রতিনিধি –
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং উভয়পক্ষের গুলিবিনিময়ে অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বাডাঙ্গা এলাকায় রণক্ষেত্রের সৃষ্টি হয়।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র, হাতবোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এসময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। উভয় পক্ষের সংঘর্ষের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় খোলা মাঠে মুখোমুখি অবস্থানে থাকা সংঘর্ষকারীদের হাতে বালতি ও হেলমেট, এবং বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাংবাদের ভিডিও চিত্র দেখুন https://www.facebook.com/share/v/1C65ZTeGHi/