মোঃ আনিছ মাল, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডুবা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার সময় হারুনুর রশিদ গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ভালুকা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের খোঁজখবর নিতে শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভালুকা মেডিকেল সেন্টারে যান কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ মফিদুল ইসলাম মোহন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মাহাবুল আলম ফকির, মোঃ আনিছ মাল, মোঃ সোহেলসহ স্থানীয় শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।