প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:৩৪ এ.এম
ভারতে সদ্য পাশকৃত ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন

মারুফ সরকার, প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভারতে সদ্য পাশকৃত ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন। মুসলিমদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই ওয়াকফ বিল পাস করেছে বিজেপি সরকার। এটা ভারতের সংবিধানের মূলনীতির পরিপন্থী। মুসলমানদের প্রতি অবিচার। যা কথিত ধর্মনিরপেক্ষাতারও বিরুদ্ধে। ভারতে এটা নতুন করে আবারও প্রমাণিত হলো ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের অধিকার হরণ করে। এ আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থকে অবমূল্যায়ন করা হবে। ভারতে ওয়াকফ বিল পাশের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দাবী সংস্কারের নামে মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদি সরকার। নতুন করে দাঙ্গা বাধিয়ে মুসলমানদের হত্যার জন্য ব্যাপক বিরোধিতা সত্যেও বিলটি পাশ করেছে বিজেপি সরকার। অনতিবিলম্বে এই বিল বাতিল করতে হবে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.