গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
“মিলে নবীন,পুরনো অংশীজন,কাস্টমস করবে লক্ষ্য অর্জন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হিলি সীমান্তের জিরো পয়েন্টে (ভারত—বাংলাদেশের) দুই দেশের কাস্টমস কর্মকর্তারা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর হিলি বন্দরের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর কাস্টমসের সহকারী কমিশনার দীবাকর হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানি—রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ মন্ডল,ইমিগ্রেশন ওসি আশরাফুল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানসহ অনেকে।
আলোচনা সভায় বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা ভারত থেকে এই বন্দর দিয়ে মোটরসাইকেলের পার্টস ও ফল আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চান।
এসময় বক্তারা বলেন,দেশের অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব অনেক। বন্দর থেকে দ্রুত পণ্য ছাড় করণের সহযোগিতার পাশাপাশি রাজস্ব আহরণের কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতা চান ব্যবসায়ীরা।