প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫৫ পি.এম
ভুরুঙ্গামারীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতির পিতা আ’লীগ নেতা গ্রেপ্তার

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা বলে জানা গেছে।
এবিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.