
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২ বোতল বিদেশী মদসহ জুয়েল রানা(২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জুয়েল মধ্য ভারতের ছড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভরতেরছড়া গ্রাম থেকে ১২ বোতল বিদেশী মদসহ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার(২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আল হেলাল মাহমুদ জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।