নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সদর উপজেলার চক বাজার, ভবানীগঞ্জ ও কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সয়াবিন তেল বিক্রয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যর্থ হওয়া, ওজনে কারচুপি এবং কৃষি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ১৩টি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (৮ মার্চ) দিনব্যাপী এ অভিযান চালানো হয়েছে। রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার ও তেওয়ারিগঞ্জ নতুন বাজার মনিটরিং করা হয়েছে।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. হানিফের ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।