
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মওলানা ভাসানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, ট্রি-শার্ট বিতরণ,কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মওলানা ভাসানী ডিগ্রি কলেজ কলেজের আয়োজনে
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টায় অত্র কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের ম্যানেজিং কমিটির নবগঠিত নবনির্বাচিত সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
স্বাগত বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার এ্যাসিসটেন্ট সেক্রেটারী ও গভনিং বডির অভিভাবক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন, হিতৈষী সদস্য মোঃ রাজু আহমেদ, অভিভাবক সদস্য খাদমুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আফরোজা পারভীন, খোন্দকার রাজু আহমেদ, কলেজের ইসলাম শিক্ষা’র সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম.এ. লতিফ।
এ সময় অনুষ্ঠানে কলেজের সহযোগী অধ্যাপক,সহকারি অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, কলেজ শাখা’র ছাত্রদল নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।