1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরবাম:
আশুলিয়ার নয়ারহাটে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত! আশুলিয়া থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে গণমাধ্যমকর্মী! ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় মিঠাপানির মাছের ঘেরে বাড়ছে বোরো ধানের চাষ ঢাবিতে সুযোগ হলো শ্রীমঙ্গলের দৃষ্টি প্রতিবন্ধী চা শ্রমিক সন্তানের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচটি দোকান ও তিনটি বাসা পুড়ে ছাই, ক্ষতি ৯৫ লাখ টাকা লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা মেডিকেলে দুর্নীতির কালো থাবা: রোগীদের অসহায় আকুতি লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪ Time View

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সুসজ্জিত তোরণ ও নান্দনিক আলোকসজ্জা আর ফুল-বেলুনে সাজানো হয় ক্লাব ভবনের ভেতর-বাহির। এতে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় ক্লাব এলাকায়।

শনিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডস্থ সড়কে বর্নাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

এরপর ক্লাব ভবনের ৪র্থ ও ৩য় তলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি, জামায়াত, বাম দলগুলোসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিজিবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। এতে আনন্দঘন মূহর্তে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাব আঙিনা।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মো: মুফিদুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো: শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারন সম্পাদক বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমূখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোহাতার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর জামায়াতের আমীর কামরুল হাসান এমরুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. এমএ হান্নান খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) সভাপতি এম. আইয়ুব আলীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৫৯ সালে ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৯৩ জন। এটি ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে নিজস্ব বহুতল ভবনে অবস্থিত এই প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews