মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : জুলাই গণহত্যাকারীদের দ্রুত
বিচারের দাবিতে আজ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর অন্যতম রণক্ষেত্র মিরপুর-১০ থেকে লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে মিরপুরের শহীদ হওয়া ভাই ও বোনদের পরিবার এবং আহতদের পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা
এস.এম. সায়েম জানান,
মিরপুরে শহীদের সংখ্যা ৬২ জন। এখন পর্যন্ত যাচাই বাচাই করে নিশ্চিত হওয়া গেছে ৪২ জন। আহতের সংখ্যা: ১৬০০+ জন। গুরুতর আহতের সংখ্যা: ৩৮০+ জন। আমরা তিন দফা দাবি নিয়ে মাঠে নেমেছি । শেখ হাসিনারসহ গণহত্যাকারীদের বিচার করতে হবে। ফ্যাসিজমের অবসান ঘটাতে হবে। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করতে হবে। আমাদের এই তিন দফা আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আমরা প্রতিদিন কর্মসূচি পালন করব।
আমরা দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলব, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করুন। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই কেবল শুরু। আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি কিন্তু ফ্যাসিবাদের বিলুপ্ত করতে পারিনি। তারা এখনো আমাদের মধ্যে আছে।
এদিকে সন্ধ্যা ৬টায় শহীদ পরিবার এবং গুরুতর আহত পরিবারের সদস্যদের পরামর্শক্রমে পরবর্তী কর্মসূচী ঘোষণা
করা হয় ।