চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ রোববার সকালে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্র, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ- ৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।
মেঘনা নদীর নয়াকান্দি, এখলাশপুর অভিযান পরিচালনা সময় ট্রলারযোগে পাচারকালে ৫শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – উপস্থিত মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি ও কন্টিনজেন্ট কমান্ডার, মো: আব্দুল কাইয়ুম, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জব্দকৃত জাটকা অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।