
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো মো. খবির নামে এক জেলের।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা নদীর বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, রামগতি উপজেলার আলেকজান্ডারের জনতা বাজার এলাকার খবিরসহ ৫-৬ জন জেলে সকালে নদীতে মাছ ধরতে যায়। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল ঠিক সেই সময় বজ্রপাত হয়। পরবর্তীতে খবিরের মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রামগতি মেঘনা নদীতে জেলের মৃত্যুর খবর শুনেছি। ঘটনার বিস্তারিত কেউ জানায়নি।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :