প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ১:০৭ পি.এম
মেছড়া ইউনিয়নের ৪টি মসজিদে আর্থিক সহায়তা দিলেন – বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের ৪টি মসজিদে বিশ হাজার টাকা করে ৮০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিলেন সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক পৌরকাউন্সিলর , ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের মতিন সাহেবঘাট সংলগ্ন হাজী মোঃ আব্দুস সাত্তার এর ব্যবসায়ী অফিস হতে মেছড়া ইউনিয়নের শুড়ি মেছড়া নতুন জামে মসজিদ, শুড়ি মেছড়া পুরাতন জামে মসজিদ, বেতুয়া জামে মসজিদ, বেতুয়া পূর্বপাড়া জামে মসজিদ এর প্রত্যেক মসজিদের জন্য ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাত তুলে দেন হাজী মোঃ আব্দুস সাত্তার এসময়ে তিনি বলেন, কোন মুসলমান সম্পদ নিয়ে কবরে যাবে না। মৃত্যুর পর সকল আমল বন্ধ হয়ে যাবে কিন্তু দান সদকার সওয়াব কবরে যাবে। তাই সকল সামর্থ্যবান ও বিত্তবানদের উচিৎ দুর্গম চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এলাকার মসজিদ-মাদ্রাসা গুলোর উন্নয়ন ও সহযোগিতা করার পাশাপাশি গরীব, দুখী ও অসহায় মানুষদের পাশে থাকা উচিত।
এ আর্থিক সহায়তা প্রদান কালে, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টেক্কা, সাংগঠনিক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য মনির হোসেন মুন্না, যুবলীগ নেতা খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান সহ মেছড়া ইউনিয়নের উক্ত চারটি মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনেক উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.