প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ১২:২১ পি.এম
‘মৌলবাদী’ ‘সাম্প্রদায়িক’ এ জাতীয় শব্দ ব্যবহার করে জাতিকে নতুন করে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম (ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ) টিআইবির একটি বিবৃতির প্রতিক্রিয়ায় বলেন, 'টিআইবি' একটি উচ্চ মানের প্রতিষ্ঠান। যার পরিচালনা বডিতে রয়েছে আন্তর্জাতিক মানের ব্যক্তিরা। কিন্তু টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফখারোজ্জানের নামে গণমাধ্যমে প্রকাশিত বিবৃতির শব্দ চয়ন দেখে আমরা বিস্মিত। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর "নতুন বাংলাদেশ" বিনির্মানের সূচনাকালে এসেও 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এজাতীয় শব্দ ব্যবহার করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা বাতুলতা ছাড়া বৈ কি? আমরা তাদের এই ন্যারো মাইন্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এ জাতীয় শব্দ ব্যবহার করে জাতিকে নতুন করে বিভক্ত করার ষড়যন্ত্র করলে তা রুখে দেয়া হবে।
পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য জাতির অতন্দ্র প্রহরী, মেহনতী মানুষের কন্ঠস্বর ওলামায়ে কেরামকে হেয়প্রতিপন্ন করার নামান্তর। অবিলম্বে টিআইবির পরিচালক ড. ইফতেখারোজ্জামান কে তার
এ বক্তব্য প্রত্যাহার করে ওলামায়ে কিরাম ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.