সমাপনী দিনে ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন
হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট মেডিক্যাল ওয়েস্ট ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আমিনুল হক, বর্জ্য ব্যবস্থাপনার টেকনিক্যাল কনসালটেন্ট তরিৎ কান্তি বিশ্বাস, সিরাজগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতন কুমার, সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ. কে. ফরহাদ হোসাইন প্রমুখ।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মূলবিষয়বস্তু তুলে ধরেন, জাতীয় বিশেষজ্ঞ ইউনিডো এস.এম. জুবায়ের বিন আরাফাত।
সোমবার উদ্বোধনী দিন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সিভিল সার্জন ডাঃ রামপদ রায়,
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -(১)মোঃ নুরুল হক, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ আহসান হাবীব প্রমুখ।
হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট মেডিক্যাল ওয়েস্ট ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আমিনুল হক, বর্জ্য ব্যবস্থাপনার টেকনিক্যাল কনসালটেন্ট তরিৎ কান্তি বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর। সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ. কে. ফরহাদ হোসাইন। এ প্রশিক্ষণ কর্মশালা বক্তারা বলেন, জেলা মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত ‘স্বপ্ন সংস্থা মেডিক্যাল বর্জ্য কার্য সম্পাদন করবে।
উদ্বোধনী দিনে এ প্রশিক্ষণ কর্মশালায় সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ অংশ গ্রহন করে।