নিজস্ব প্রতিবেদক, আনোয়ার হোসেন
যশোর: যশোর জেলা প্রশাসনের নদী রক্ষা কমিটির সভায় নদ-নদী দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার জানান, অবৈধ পাটারবাধ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালাতে হবে।
তিনি বলেন, “নদী খননকাজে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং পানি উন্নয়ন বোর্ডকে সব ধরনের উচ্ছেদ অভিযানে সহযোগিতা করতে হবে।”
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, “কেশবপুরের আপার ভদ্রা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি চলছে। তবে শার্শার হাকর বেতনা নদীর উচ্ছেদ কার্যক্রম মামলা জটিলতায় স্থগিত রয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন শার্শা ইউএনও কাজী নাজিব হাসান, চৌগাছা ইউএনও ফারজানা ইসলাম, কেশবপুর ইউএনও রেকসোনা খাতুন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান এবং ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।