1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরবাম:
হাকিমপুরে ইউপি সদস্যর রহস্যজনক মৃত্যু পরিবারের সন্দেহ হত্যা করা হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা প্রদান  সিরাজগঞ্জে পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন, ইকবাল হাসান সভাপতি যশোর সৌদী রিয়াল প্রতারক চক্রের চার সদস্য আটক করেছে সাইবার ক্রাইম. রায়গঞ্জে প্রান্তিক পোল্ট্রি খামারীদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা – ফরিদা আখতার বিতর্কিত নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১ কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ সারাদেশে বিএনপি’র নাম ভাঙিয়ে ব্যবসা দখলসহ যানবাহন থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি! রেস্ট হাউসে নারীসহ হাতেনাতে ধরা পড়লেন ওসি, প্রত্যাহার

যশোর সৌদী রিয়াল প্রতারক চক্রের চার সদস্য আটক করেছে সাইবার ক্রাইম.

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫

আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিধিনিঃ

যশোর ৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সৌদী রিয়াল প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। এসময়ে তাদের কাছ থেকে প্রতাররক  কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আকটকৃতরা হলেন, খুলনা ফুলতলা দামোদর বরনপাড়ার মৃতঃ ওমর আলী সরদার আব্দুল হামিদ, আব্দুল আলিমের ছেলে সাইফুল্লাহ সামাদ, খানজাহান আলী থানার পাড়িয়ার ডাংগা এলাকার আব্দুল জলিল শেখের ছেলে এমদাদুল শেখ, আব্দুল কাশেম শেখের ছেলে রাজু শেখ।

পুলিশ সূত্রে জানা , ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলামের সাথে পরিচয় হয় আসামিদের। আসামিরা তাকে জানায় তাদের কাছে বেশ কিছু সৌদী রিয়াল আছে যাহা তারা ভাঙাতে পারছে না। তখন তারা ১শ’ রিয়ালের একটি সৌদী নোট দেখিয়ে প্রতি রিয়াল ১৫ টাকা দরে বিক্রি করতে চায়। গত জুন মাসের মাঝামাঝি সময়ে আসামিরা  সিরাজুল ইসলামের মোবাইলে ফোন করে  টাকা নিয়ে যশোর অভয়নগর নওয়াপাড়া বুইকারা পশু-হাসপাতালের পাশের এলাকায় আসতে বলে। সিরাজুল ইসলাম তাদের কথামত ঘটনাস্থলে হাজির হলে দুই ব্যক্তি তার সাথে কথাবলার সময়ে আরও একজন আসে এবং অপর একজন দুরে দাড়িয়ে ছিল।  এইসময়ে তারা সিরাজুলকে পাশের গলির মধ্যে নিয়ে ৪ লাখ টাকা নিয়ে  কাপড়ে মোড়ানো একটি পোটলা দিয়ে সৌদী রিয়াল আছে বলে জানিয়ে তারা দ্রুত  চমপটদিয়ে চলে যায়। সিরাজুল ইসলাম একটা নিরিবিলি স্থানে গিয়ে কাপড়ের পোটলা খুলে দেখতে পায় কিছু কাগজ দিয়ে কয়েটি ভিমবার মোড়ানো আছে।  তখন সিরাজুল ইসলাম বুঝতে পারে সে প্রতারকচক্রের খপ্পরে পড়েছে। বিষয় টি যশোর জেলা পুলিশ কে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করেন এবং ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজন কে আটক করেন । এই ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। গতকা মঙ্গলবার প্রতারক  ৪ জন কে আটক করে  আদালতে সোপর্দ করা হলে আসামি আব্দুল হামিদ বিচারকের কাছে জবানবন্দি দিয়েছে। বিচারক তাদের প্রত্যেক কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews