প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ২:২৬ পি.এম
রতনকান্দিতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নির্যাতন, ইভটিজিং রোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজগড়তে, সাইবার ক্রাইমসহ সমাজের অবক্ষয় প্রতিরোধে- সচেতনতামুলক বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ নং রতনকান্দি ইউনিয়নের বিট নং-৬ সিরাজগঞ্জ সদর থানার আয়োজনে -
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রতনকান্দি ইউনিয়নের মহিষামিড়া বাজারে উক্ত বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এসময়ে তিনি তার বক্তব্যে বলেন,
পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সকল ধরনের অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে ।
পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানাই।
এতে সভাপতি করেন, রতন কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
এসময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর থানার এস.আই বিট অফিসার মোঃ আবু আহসান রাসেল, এ এস আই সহকারী বিট অফিসার আসানুল করিম সহ অন্যান্যরা বক্তব্যে রাখেন এবং স্থানীয় বিট পুলিশিং কমিটির বাজার কমিটির নেতৃবৃন্দরা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 সকালের বাংলা. All rights reserved.