চলছে মুসলমানদের আত্মসংযমের মাস আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। এই মাসে বিশেষ এমন কিছু আমল রয়েছে যা অধিক প্রিয় হযরত মুহাম্মদ (সা.) এর কাছে। বিশেষ করে চারটি আমলের কথা বলেছেন তিনি।
হজরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে পবিত্র এই মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল চারটির মধ্যে দুটি মহান আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য। হাদিসে এসেছে- হজরত সালমান ফারসি (রা.) বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশে এ মর্মে বক্তব্য দেন যে, ‘হে লোক সকল! অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা ৪টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য।’
আল্লাহর জন্য ২ আমল, কালেমার সর্বোত্তম তাসবিহ- لَا اِلَهَ اِلَّا الله ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা। আর আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। আর নিজেদের জন্য দুটি আমল হলো, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। মূলত রমজান মাসে বিশেষ এই চারটি আমলের কথাই বলেছেন মহানবী (সা.)। পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ইসতেগফার পাঠ করার জন্য তাগিদ দিয়েছেন রাসূল (সা.)।
পবিত্র এই মাসটি রহমত নাজাত মাগফেরাত নিয়ে হাজির হয় সমগ্র মুসলিম উম্মাহর কাছে। এসব আমলের পাশাপাশি মুসলমানরা চাইলেই ভালো কাজ করে অধিক অধিক সাওয়াব হাসিল করতে পারে। পবিত্র এই মাসে দান করলে তা ৭০ গুনে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুরো রমজান মাসজুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ আদায়, জিকির-আজকার ও দান-সদাকাহ এর পাশাপাশি বিশেষ এই ৪ আমল করার তাওফিক দান করুক। আমিন।