রাজাপুর ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ,স্মরণ সভা অনুষ্ঠিত


সকালের বাংলা প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ২:২৮ অপরাহ্ন / ৫৭
রাজাপুর ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ,স্মরণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে রাজাপুর ডিগ্রি কলেজে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর ডিগ্রি কলেজ বেলকুচি সিরাজগঞ্জের আয়োজনে,

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে অত্র কলেজের হলরুমে উক্ত রাজাপুর ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ শাহীন বাদশাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যসচিব ও অত্র কলেজে’র এডহক কমিটি সদস্য মোঃ বনি আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কলেজের স্টাফ কাউন্সিল সেক্রেটারি সহ. অধ্যাপক এস. এম.আব্দুর রউফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক তুষার কুমার দাস, মো: আব্দুর রাকিব, মো: নজরুল ইসলাম, আব্দুস সামাদ, আশরাফুজ্জামান নুরী প্রমুখ।

এ সময়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।