মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের রাজাপুর ডিগ্রি কলেজে’র প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি বিশিষ্ট ব্যাংকার সিরাজগঞ্জের কৃতি সন্তান, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
শনিবার (১৫মার্চ২০২৫) বিকেল ৩ টায় রাজাপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান আলীম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব ও রাজাপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ বনি আমিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাখেন, রাজাপুর ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ মোঃ শাহীন বাদশা, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ২নং রাজাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আলাউদ্দিন খান আলো, রাজাপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক এস. এম. আব্দুর রউফ সহকারী অধ্যাপক, মোঃ আব্দুর রাকীব সহকারী অধ্যাপক, বিদ্যুৎসাহী সদস্য মোঃ মনির আহমেদ পাপ্পু, সুধীজন মিসেস হেলাল উদ্দিন, দাতা সদস্য মোঃ আজাহার আলী মন্ডল, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহা নিতাই লাল, জনতা ব্যাংকের সাবেক জিএম মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক পরিচালক মোঃ ইসমাইল হোসেন, বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী মোঃ আলতাব হোসেন, প্রমুখ। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন , উল্লাপাড়া উপজেলার পুকুর পাড় ফাজিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, আলহাজ্ব মাওলানা বেলাল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজাপুর ডিগ্রি কলেজের স্টাফ কাউন্সিল সেক্রেটারি, ও জ্যৈষ্ঠ প্রভাসক মো: আশরাফুজামান নূরী।
এসময় অনুষ্ঠানে রাজাপুর ডিগ্রি কলেজের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সুধীজন, গুনীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।