মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রি, সংরক্ষণ ও মাদক সেবনের অপরাধে দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের কফিল উদ্দীনের স্ত্রী আনজুআরা (৪১) ও খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২২)।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, নারী আনজুআরা মাদক ব্যবসা করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় যুবক রবিউল ইসলামকে আটক করা হয়। এতে মাদক সেবনের অপরাধে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের জেল দেওয়া হয়।
এ সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর খলিলুর রহমান, সাব—ইন্সপেক্টর শাহিন শওকত ও আব্দুল্লাহিল বাকি উপস্থিত ছিলেন।