প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:২৯ এ.এম
রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫-নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ মাহাবুব আলম , রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার সিরাজুল ইসলাম ছেলে মামুনুর অর রশিদ (৬০)পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, কলেজ পাড়া এলাকার হরেন্দ্রনাথ বসাকের ছেলে
অজয় বসাক (৫২) আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য, ঈদগাঁও এলাকার মুসা মাস্টারের ছেলে ইউসুফ আলী (৩৩) হোসেনগাঁও এলাকার আব্দুল বাসেদের ছেলে দুলাল হোসেন (৩২) ও বন্দর এলাকার নাজমুল আলমের ছেলে সানোয়ার হোসেন(সানী)(২২)।
থানার ওসি মুহা: আরশেদুল হক আরো জানান,রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন,ও বিস্ফোরক দ্রব্য, আইনের তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.