মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সিডি উচ্চ বিদ্যালয় ও গাজিরহাট ডিগ্রি কলেজের আয়োজনে শনিবার ১০ (ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-৩ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদকে বর্ণিল সংবর্ধনায় সিক্ত করেছেন দুই শিক্ষা প্রতিষ্ঠান।অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্যকে শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ এবং কলেজ গর্ভনিং বোর্ডির সদস্যরা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
কলেজ অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, জাতীয় পাটির যুগ্ন আহবায়ক আবু তাহের, সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম,সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের, কলেজ পরিচালনা কমিটির সদস্য আ.লীগ নেতা শাহনেওয়াজ শানু প্রমুখ।
অপরদিকে সিডি উচ্চ বিদ্যালয় মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন শেষে সংবর্ধনার আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ। আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,প্রধান শিক্ষক রুহুল আমিন।
এছাড়াও কলেজের শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও গণমাধ্যম কর্মিরাা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্যকে ওই কলেজের নব নির্মিত মসজিদের ছাদ ঢালা ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কলেজ শিক্ষক বেল্লাল হোসেন এবং সঞ্চালন করেন প্রভাষক সিরাজুল ইসলাম বুলু।