প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৪:৩৭ পি.এম
রাণীশংকৈলে জবাইকরা গাভীন গরুর মাংস এতিম খানায় বিল্লি ও কসাইকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরে সোমবার (৭ এপ্রিল) সকালে জবাইকরা গাভীন গরুর পেটে বাচ্চা পাওয়ার অপরাধে ফরিদ নামে এক কসাইকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। জব্দকৃত মাংস উপজেলার ৪ টি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়।
জানা গেছে,পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকায় মাংস ব্যবসায়ী ফরিদ একটি গাভিন গরু জবাই করেন। জবাইকৃত গরুটির পেটে বাচ্চা পাওয়া গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গাভিন গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং জব্দকৃত ৫০ কেজি মাংস স্থানীয় ৪ টি এতিম খানায় বিতরণ করে দেওয়া হয়েছে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.