“নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২ জানুয়ারি )সকালে জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে এ দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের মূল শহর প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা অফিসার আব্দুর রাহিমের সভাপ্রধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন, উপজেলার সাবেক নায়েবে আমীর মিজানুর রহমান মাষ্টার,উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী,প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,সমন্বয়ক তরিকুল ইসলাম তারেক, জুলাই কন্যা অরিণ ফারুকী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকতা, রাজনৈতিক-সামাজিক,সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।