প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৪:১৩ পি.এম
রাণীশংকৈলে নদী থেকে মা ও ২-শিশুর মরদেহ উদ্ধার

মোঃ মাহাবুব আলম , রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় নাসিমা বেগম(৩৩) ও
তার দুই শিশুপুত্র(৮) ও (৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নাসিমা ওই ইউনিয়নের কাশিডাঙা গ্রামের কৃষক আব্দুর রহিমের স্ত্রী।
এ বিষয়ে কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল জানান, গত মঙ্গলবার বিকাল ৩ টার দিকে নাসিমা ও তার দুই শিশুপুত্রকে লোকজন তীরনই নদী তীরে গরু চরাতে দেখে।
বিকাল ৪ টার পর তাদেরকে আর ওই এলাকায় দেখা যায়নি। ইতোমধ্যে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে আমি ওই নদীতে লোকজন নামিয়ে দিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলে। পরদিন বুধবার সকাল ৭ টায় লোকজন তাদের তিনজনেরই লাশ নদী থেকে উদ্ধার করে। উদ্ধারের সময় শিশু দুটির হাত মায়ের শাড়ির আঁচল দিয়ে বাঁধা ছিল।
রাণীশংকৈল থানা ওসি তদন্ত মহসিন আলী জানান, আমরা এখনো ঘটনাস্থলে তদন্তে আছি। লাশ সুরতহালের পর পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। সে রিপোর্টের পর এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Copyright © 2025 সকালের বাংলা. All rights reserved.