মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নইমুদ্দিন বাচোর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক এবং ওই এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নইমুদ্দিন তার বড় ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে বাসা থেকে বের হয়ে চা খেতে যান। পরে ছেলে ধানক্ষেতে স্প্রে দিতে গেলে নইমুদ্দিন নির্মাণাধীন নতুন বাড়ির ছাদে পাম্পের মাধ্যমে পানি দিতে যান। দুপুর পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে দেখতে পান তিনি বৈদ্যুতিক পাম্পের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।