ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালো পাথরের একটি নির্মিত বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সামানাডাঙ্গী এলাকায় একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করছে থানা পুলিশ।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন লেহেম্বা সামানাডাঙ্গী এলকায় মমতাজ আলীর পুকুরে কয়েকজন পানির কাদার মধ্যে হাত দিয়ে মাছ ধরতেছিল। এ সময় এক ব্যাক্তির হাতে শক্ত জিনিস লাগলে বিষ্ণুমূর্তিটি পায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন ৪ কেজি ১০০ গ্রাম, দৈর্ঘ্য ১০ ইঞ্চি প্রস্ত ৬ ইঞ্চি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনার দিন দুপুর শামাডাঙ্গী এলাকায় একটি পুকুর থেকে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। আপাতত এটি থানা হেফাজতে রয়েছে পরবর্তী বিঞ্জ আদালতের নির্দেশনাপূর্বক মূর্তির বিষয়টি নিষ্পত্তি করা হবে।