মোঃ মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়ার সাবুডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্টার আলী (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিস্টার আলী ওই গ্রামের খমিরউদ্দীনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজের জন্য মিস্টার আলী নিজ বাড়ির পাশের পুকুরে পানি দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর পাম্প চালু করেন। এ সময় পুকুর পাড়ে পড়ে থাকা একটি খোলা বৈদ্যুতিক তার তুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।