জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে রাতের আঁধারে ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে অর্ধ-শতাধিক সোয়েটার বিতরণ করেছে পুলিশ।
বুধবার(৩১ জানুয়ারি) মধ্যরাতে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার(এসবি) মো. শহিদুল ইসলামের পাঠানো এসব সোয়েটার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহিল জামান।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার(এসবি) মো. শহিদুল ইসলাম জানান, কুড়িগ্রামে শীতের তীব্রতা অনেকে বেশী। গত বছরের ন্যায় এবারেও শীতার্ত মানুষের জন্য সোয়েটার পাঠানো হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। তবে আমি মনে করি সকলকে এভাবে এগিয়ে আসা দরকার।