আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র নানা আয়োজনে, বর্ষবরণ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ আনন্দঘন উৎসব মূখর পরিবেশে পালন করা হয়।
১৪৩২-বঙ্গাব্দ নববর্ষ সোমবার (১৪ এপ্রিল) সকালে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস থেকে কলেজের সকল শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা গ্রাম-বাংলার ঐতিহ্য চিত্র ধারণ করে, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ উল্লাসের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রদর্শন করে এসে কলেজে শিক্ষক মিলনায়তনে পান্তা ভাত, কাঁচা মরিচ,পিঁয়াজ এবং বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে বৈশাখী ভোজ খাওয়ানো হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করার পর মনোমুগ্ধকর আবৃত্তি, সংগীত এবং ফ্যাশান শো পরিবেশন করা হয়।