নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার উপকূলীয় জনপদ ক্ষত-বিক্ষত। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা। বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেঘনা নদীর অবস্থা উত্তাল।
আজ সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে কমলনগর উপজেলার অনেকগুলো দোকান বিধ্বস্ত হয়েছে। গাছ ভেঙে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
মেঘনা নদী এলাকা বসতঘরের মাটি জোয়ারের পানিতে ধুয়ে গেছে। আসপাশের ঘরবাড়ি ডুবে গেছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে।
লক্ষ্মীপুর জেলায় ১’শ ৮৯টি স্থায়ী ও অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম নিরলস ভাবে কাজ করছে।