নিজস্ব প্রতিনিধি, যশোর
যশোরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়, যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরাতন রেস্ট হাউসের ‘কপোতাক্ষ’ কক্ষে। সিসি টিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওসি সাইফুল ইসলাম এক নারীসহ ওই কক্ষে প্রবেশ করেন।
পরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনির নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতা রেস্ট হাউসে গিয়ে কক্ষে প্রবেশের চেষ্টা করেন। দরজা ধাক্কাধাক্কির পর ওসি সাইফুল বের না হলে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আবার কক্ষে ঢুকিয়ে দেন ছাত্রদল নেতারা। সেখানে চলে বাগবিতণ্ডা, ধস্তাধস্তি এবং কিছু ভাঙচুর।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঝিনাইদহ জেলা পুলিশ ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করে। একইসঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া বলেন, "ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"