নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের মাদরাসাতুর রহমান ও এতিমখানা এলাকায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) বন্যার্ত এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী দেওয়া হয়। ৩৩ পদাতিক ডিভিশনের সামরিক চিকিৎসক মেজর মশিউর রহমান ও তার সহকারী কর্পো: (এম.এ) মো. রাশেদুল ইসলাম এবং সিভিল ডাক্তারের অংশগ্রহণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ৮ জন সদস্য ছিলেন তারা হলেন শান্ত পাল, প্রকাশ সরকার, মিরাজ হোসেন, তন্নী, সাবিহাসহ আরও অনেকে।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের মাদরাসাতুর রহমান ও এতিমখানা সেন্টারে মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্থানীয় আশপাশের কয়েকটি গ্রামের পিছিয়েপড়া অসহায় দুস্থ নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
স্থানীয় নারী-পুরুষরা সকাল থেকে চিকিৎসা সেবা নিতে মেডিকেল ক্যাম্পে ভিড় জমায়। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা অত্যন্ত খুশি।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, মাষ্টার ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন, সার্জেন্ট আলমগীর কবীর এবং অন্যান্য সেনা সদস্য। তারা মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন যে, এ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প স্থাপন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও বন্যার্তদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। বন্যার্ত মানুষকে সহায়তা করতে ৩৩ পদাতিক ডিভিশনের চিকিৎসা শাখা প্রয়োজনীয় চিকিৎসক ও ঔষধ সরবরাহের কাজ চলমান রেখেছে।